॥কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি॥
সারা দেশে করোনা মহামারীর প্রকোপ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে সচেতনতা বাড়াতে কালুখালী উপজেলার বিভিন্ন মসজিদে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে ছুটে চলেছে থানা পুলিশ।
ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান (বিপিএম বার ও পিপিএম বার) ও রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর সার্বিক নির্দেশনায় প্রতি শুক্রবার জুমার নামাজের পূর্বে ভিন্ন ভিন্ন মসজিদে গিয়ে মানুষকে সচেতনতা করছেন।
শুক্রবার উপজেলার মদাপুর বাজার জামে মসজিদে জুমার নামাজের খুতবার পূর্বে অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় নিজ নিজ অবস্থানে থেকে সচেতন থাকুন। সরকারী স্বাস্থ্যবিধি মেনে চলুন। যে কোনো প্রয়োজনে কালুখালী থানা অফিসার ইনচার্জ অথবা বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন। এছাড়াও এলাকায় কোনো ধরনের অপরাধ, বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি সহ যে কোনো অবৈধ কার্যকলাপ সংঘটিত হলে সরাসরি থানায় যোগাযোগ করবেন। বর্তমানে দেশের বিভিন্ন যায়গায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় আপনাদের আরও সচেতন হতে হবে। বিশেষ করে বাড়ী আঙ্গীনার চারপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনি সুস্থ্য থাকলে এই দেশ ভালো থাকবে।