কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপায় চুমু খেলেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। সেই সাথে ঘুচলো দেশের জার্সিতে মেসির কোনও ট্রফি না জেতার ব্যর্থতা।
তবে এই টুর্নামেন্টের সেরা খেলোয়ার তিনি একা নন। ইতিহাসে এবারই প্রথম কোনো আসরে দুই জনকে সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হলো। শতবর্ষী এই টুর্নামেন্টের এ আসরে লিওনেল মেসি ও নেইমার দুজনই সেরা খেলোয়াড়।
এক বিবৃতিতে কনমেবল জানায়, কোনো একজনকে বেছে নেয়া সম্ভব নয়, কারণ প্রতিযোগিতাটিতে দুই জন সেরা খেলোয়াড় আছে। দুজনই তাদের জাতীয় দলের সঙ্গে ফাইনালে উঠেছে। আসরে শীর্ষ গোলদাতাদের তালিকাতেও আছে তারা (মেসি এখন পর্যন্ত ৪ গোল করে শীর্ষে, নেইমার ২টি)। সতীর্থদের দিয়েও গোল করিয়েছে তারা; মেসি পাঁচটি ও নেইমার তিনটি। এই সংখ্যাগুলোই প্রমাণ করে মাঠে তারা কতটা ফল নির্ধারক।
আর্জেন্টিনা অধিনায়ক মেসি আসরে গ্রুপ পর্ব ও নকআউট পর্ব মিলিয়ে ছয় ম্যাচের সবকটিতেই খেলেছেন। এই ছয় ম্যাচের চারটিতেই ম্যাচ সেরা হয়েছেন মেসি।
এক ম্যাচ বিশ্রামে ছিলেন নেইমার। পাঁচ ম্যাচেই দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। তিন ম্যাচে হয়েছেন সেরা খেলোয়াড়।