Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

কালুখালীতে মসজিদে পুলিশের করোনা প্রতিরোধে প্রচারাভিযান

সারা দেশে করোনা মহামারীর প্রকোপ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে সচেতনতা বাড়াতে কালুখালী উপজেলার বিভিন্ন মসজিদে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে কালুখালী থানা পুলিশ।

ঢাকা রেঞ্জের ডিআইজি ও রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর সুপরামর্শে ঢাকা রেঞ্জের সকল থানার একযোগে এ সচেতনতামূলক প্রচার শুক্রবার জুমার নামাজের পূর্বে চালানো হয়।

কালুখালী থানার অন্তর্গত সকল বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপজেলার বিভিন্ন মসজিদে প্রচারণায় অংশগ্রহণ করেন। এসময় আগত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় নিজ নিজ অবস্থানে থেকে সচেতন থাকুন। সরকারী স্বাস্থ্যবিধি মেনে চলুন। যে কোনো প্রয়োজনে কালুখালী থানা অফিসার ইনচার্জ অথবা বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন। এছাড়াও এলাকায় কোনো ধরনের অপরাধ, বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি সহ যে কোনো অবৈধ কার্যকলাপ সংঘটিত হলে সরাসরি থানায় যোগাযোগ করবেন। সবশেষ সবাইকে পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ প্রদান করে আরও বলেন জ্বর-সর্দি ও কাশি হলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে গিয়ে করোনা টেষ্ট করার অনুরোধ করে যথাযথ চিকিৎসা নেবার পরামর্শ প্রদান করেন। এবং অসহায় দরিদ্র কর্মহীন লোকদের পাশে দাড়ানোর আহবান জানান।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!