সারাবিশ্ব এখন অপেক্ষায় দুই বিশ্বসেরা দলের মুখোমুখি লড়াই দেখার। তর্ক-বিতর্কে কাটছে নেইমার-মেসি ভক্তদের সময়। সেই উত্তেজনা স্পর্শ করেছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকেও।
ব্রাজিল ফুটবল দলের সমর্থক বিউটি কুইন খ্যাত এই অভিনেত্রী।
জানা গেছে, অপু বিশ্বাসের প্রিয় খেলোয়ার নেইমার। তাইতো নেইমারের ১০ নম্বর জার্সি পরেই টেলিভিশনের সামনে বসবেন তিনি।
এ ব্যাপারে অপু বলেন, এক সময় রাত জেগে বন্ধুদের সঙ্গে নিয়ে খেলা দেখতাম। রাতভর হইহই আনন্দ করে কেটে যেত। সেই দিনগুলো মিস করবো। কিন্তু খেলা মিস করবো না।
তিনি আরও বলেন, জানেন একা একা খেলা দেখে আনন্দ পাই না। এখন আমার খেলা দেখার সঙ্গী ছেলে আব্রাম খান জয়। যদিও ফাইনাল খেলা জয়কে নিয়ে দেখতে পারবো কিনা এখনও নিশ্চিত নই। কারণ তখন ও ঘুমিয়ে থাকবে।
প্রসঙ্গত, আগামী রোববার (১১ জুলাই) আর্জেন্টিনা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিলের মুখোমুখি হবে।