Newsun24

Most Popular Newsportal

কৃষিবার্তা জাতীয়

আষাঢ়ের প্রথম দিন আজ

 

আষাঢ়ের রিমঝিম বৃষ্টি গ্রীষ্মের ধুলোমলিন জীর্ণতাকে ধুয়ে ফেলে গাঢ় সবুজের সমারোহে প্রকৃতি সাজে পূর্ণতায়। রঙিন হয়ে পুকুর-বিলে ফোটে শাপলা-পদ্ম। কেয়ার বনেও কেতকীর মাতামাতি। ১৪২৮ বঙ্গাব্দের পয়লা আষাঢ় শুরু হলো আজ।অনন্য বৈশিষ্ট্যের কারণে বর্ষা একটি স্বতন্ত্র ঋতু। এই ঋতু কাব্যময়, প্রেমময়। বর্ষার প্রবল বর্ষণ মনে জাগায় প্রেম, জাগে ভালোবাসার সাধ। বাড়ে চিত্তচাঞ্চল্য। ঝুম বৃষ্টি যেন নিয়ে আসে এক চিলতে বিশুদ্ধ সুখ। কদম ফুলের মতো ফুটফুটে, রঙিন স্বপ্ন ভেসে ওঠে দুই চোখের কোণে।প্রতি বছরের মতো এবারও বর্ষাবরণে নানা প্রস্তুতি নিয়েছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতেও থাকছে নানা আয়োজন।

দেশের নৃতাত্বিক গোষ্ঠীগুলোর মধ্যে বর্ষাকে নিয়ে নানা উপকথা প্রচলিত। কক্সবাজারের রাখাইন সম্প্রদায় বর্ষাবরণের জন্য সমুদ্র সৈকতে মাসব্যাপী উৎসবের আয়োজন করে। দেশের বিভিন্ন জেলা থেকে রাখাইন সম্প্রদায়ের লোকেরা এ উৎসবে যোগ দেন।

হঠাৎ বর্ষা নাগরিক মনে আনন্দের বার্তা এনে দিলেও অতিবর্ষণ ডেকে আনে বিপদ। বাস্তুহারা মানুষের বিপদ আরও বেশি। তবুও বর্ষা বাঙালির জীবনে অবিচ্ছেদ্য অংশ। সবুজের সমারোহ, মাটিতে নতুন পলির আস্তরণ গায় নবজীবনের জয়গান। সুজলা, সুফলা, শস্য শ্যামলা বাঙলা মায়ের নবজন্ম এই বর্ষাতেই। সারা বছরের খাদ্য-শস্য-বীজের উন্মেষ তো ঘটবে বর্ষার ফেলে যাওয়া অফুরন্ত সম্ভাবনার পলিমাটি থেকে।

আষাঢ়ের প্রথমদিনে ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। তারপর থেকে আকাশ মেঘে ঢেকে আছে।

আবহাওয়াবিদ আবদুর রহমান খান বলেন, ‘ঢাকায় ভোর ৬টা পর্যন্ত ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তারপর আরও কিছু সময় বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির পরিমাণ এখনও রেকর্ড হয়নি।’

বাংলা বর্ষপঞ্জিকা অনুযায়ী আজ বর্ষাকালের আগমন ঘটলেও আবহাওয়াবিদদের রীতি অনুযায়ী জুন মাসকেই তারা বর্ষাকাল বলে থাকে।

আবহাওয়াবিদরা বলছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষাকালের বৃষ্টি হয়। তাই যখনই এই মৌসুমী বায়ুর আগমন ঘটে তখন থেকেই বর্ষাকাল শুরু। এই মৌষুমী বায়ুর আগমন ঘটে সাধারণত জুন মাসে। এবার এর আগমন ঘটেছে ৭ জুন।

এ বিষয়ে আবদুর রহমান খান বলেন, ‘আমাদের আবহাওয়ার রীতিতে বর্ষাকাল হলো জুন মাস থেকে। এবার দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশে প্রভাব বিস্তার করে জুনের প্রথম সপ্তাহে। তারপর থেকেই বর্ষাকাল শুরু হয়েছে।’

আজকের পূর্বাভাসে তিনি বলেন, ‘আজ আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। হয়তো দেখা গেল, একটু বৃষ্টি হলো তারপর অনেকক্ষণ হলো না, এভাবে বৃষ্টি হতে পারে। ঢাকাসহ সারাদেশে এভাবে আজ বৃষ্টি হতে পারে।’

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!