রাজবাড়ীর কালুখালীতে পাঁকা রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো)।
রবিবার বেলা ১২টায় উপজেলার ১নং রতনদিয়া ইউনিয়নের ইয়াকুব এর মোড় হতে বহরের কালুখালী জামে মসজিদ পর্যন্তু এ পাঁকা রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন কালে অন্যান্যের মধ্যে উপ-সহকারী প্রকৌশলী শেখ আব্দুর রাজ্জাক, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ খায়রুল ইসলাম খায়ের, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্লা,ভাই ভাই ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের সাব ঠিকাদার মোঃ শাহাদত হোসেন এছাড়াও স্থানীয় মোঃ আব্দুর রশিদ সহ গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এলাকার মানুষের দীর্ঘ দিনের চাওয়া এ রাস্তাটি সংস্কার হলে হাজারো মানুষের যাতায়াতের সুব্যবস্থা হবে।