রাজবাড়ী জেলাধীন কালুখালীতে খাজা মঈনুদ্দিন চিশ্তী (র) দরবার শরীফে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে গত রবিবার রেলস্টেশন পাওয়ার হাউজ সংলগ্ন দরবার শরীফে ইফতারের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দরবারের আহবায়ক প্রদীপ কুমার সরকার আশিষ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা এছাড়াও মোঃ জাহিদ হোসেন, উরমান মন্ডল, মেহেদী মুজাহিদুর রহমান কামরুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি মোঃ নজরুল ইসলাম জোয়াদ্দার।
উল্লেখ্য, দরবারের আহবায়ক ও জমি দাতা প্রদীপ কুমার সরকার আশিষ বলেন, ১৯৭২ সালে এই দরবার শরীফ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার দীর্ঘ ১৫ বছর পরিত্যক্ত অবস্থায় থাকায় বর্তমানে সংস্কারের মাধ্যমে নতুনভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্চে।