করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় সরকারের ২য় ধাপে ১ সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে কালুখালী উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
সোমবার সকাল ১১ টার দিকে রতনদিয়া বাজার সহ বিভিন্ন বাজার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম ও কালুখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান।
এসময় রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, এসআই জাহিদ হোসেন, মনির হোসেন, রতনদিয়া (অরুণগঞ্জ) বাজার বণিক সমিতির সভাপতি ইমদাদুল হক দুদু, সাধারণ সম্পাদক রনজয় কুমার বসু ও সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন সহ বাজার বণিক সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার সকলের উদ্দেশ্যে বলেন, সরকারী নির্দেশনা মোতাবেক সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঔষুধ, কাঁচা-বাজার ও নিত্যপ্রয়োজনীয় দোকান খোলা থাকবে এবং ক্রেতা ও বিক্রেতারা সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করতে হবে। কোনো ভাবেই মাস্ক ব্যতীত বাড়ীর বাইরে বের হওয়া যাবে না। স্বাস্থ্য বিধি কেউ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।