রাজবাড়ীর কালুখালীতে কালুখালী থানা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় রতনদিয়া ইউপির রতনদিয়া বাজার শ্রী শ্রী সার্বজনীন কালি ও দূর্গামন্দির প্রাঙ্গণে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো)। অনুষ্ঠানে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মানিক দাস এর সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল গণি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা পূজা উদযাপণ পরিষদের সভাপতি রনজয় কুমার বসু, রতনদিয়া ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মল কুমার সাহা, রতনদিয়া বাজার মন্দিরের পুরোহিত তনয় চক্রবর্তী শম্ভু, বাবু অজিত কুমার প্রামানিক সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো) বলেন, বাংলাদেশ একটি শান্তি প্রিয় দেশ। এদেশে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই। আমাদের এই সম্পর্ক কেউ নষ্ট করতে চাইলে তার বিরুদ্ধে দাতভাঙ্গা জবাব দেওয়া হবে।
অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, কালুখালী থানার অন্তর্গত কোনো মসজিদ বা কোনো মন্দিরে মাস্তানি করার সুযোগ নেই। যদি এরকম ঘটনা কেউ ঘটাতে চেষ্টা করেন তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।