বিশেষ প্রতিবেদক:
বর্ণাঢ্য আয়োজনে শনিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় দৈনিক গনমানুষের আওয়াজ পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগন ও সুশীল সমাজের প্রতিনিধিরা বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
শনিবার (২০ মার্চ) দুপুরে কালুখালী উপজেলা পরিষদের সামনে থেকে র্যালী বের হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির উপজেলা সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: এনায়েত হোসেন ।
সভায় বিশেষ অতিথি হিসেবে কালুখালী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, কালুখালী মহিলা কলেজের প্রভাষক রকিব উদ্দিন খান মামুন, দৈনিক গনমানুষের আওয়াজ পত্রিকার প্রতিবেদক মোনায়েম হোসেন রাজু, বাংলাদেশ টুডে পত্রিকার কালুখালী প্রতিনিধি সাহিদা পারভীন, দৈনিক আমার সংবাদ পত্রিকার কালুখালী প্রতিনিধি রাকিবুল ইসলাম, দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার কালুখালী প্রতিনিধি আবু সাঈদ প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার পর দৈনিক গনমানুষের আওয়াজ পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে মিষ্টি বিতরন করা হয়।