॥রাকিবুল ইসলাম॥
রাজবাড়ী জেলার কালুখালী থানার নির্মানাধীন ভবন পরিদর্শন করেছেন রাজবাড়ী পুলিশ সুপার এসএম শাকিলুজ্জামান।
মঙ্গলবার দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সোনাপুর মোড়- বোয়ালিয়া মোড়ের মাঝখানে নির্মানাধীন ভবনের কাজের অগ্রগতি ও মান যাচাই করেন তিনি।
পরে কালুখালী থানাধীন বি-কয়া পুলিশ ফাড়ি পরিদর্শন করেন। এসময় কালুখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
থানা ভবন পরিদর্শনকালে আনান কন্সট্রাকশন এর থানা ভবন নির্মাণ প্রজেক্টের ব্যবস্থাপক আহসান হাবিব, প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।