Newsun24

Most Popular Newsportal

খেলাধুলা

পুত্র সন্তানের বাবা হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

অনলাইন ডেস্ক:

দুই মেয়ের পর এবার পুত্র সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান। এবার তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ঘর আলো করে এসেছে পুত্র সন্তান। সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার জানিয়েছেন, তিনি ছেলে সন্তানের বাবা হয়েছেন এবং মা-ছেলে দুজনই ‍সুস্থ রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় একটি হাসপাতালে ছেলে সন্তান প্রসব করেছেন সাকিবের স্ত্রী শিশির। সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে গেল মাসে যুক্তরাষ্ট্রে গিয়েছেন তিনি।

২০১২ সালের ১২ ডিসেম্বর শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। এরপর ২০১৫ সালের ৮ নভেম্বর প্রথমবারের মতো বাবা হয়েছিলেন সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সাকিবের প্রথম মেয়ের নাম আলাইনা হাসান।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!