॥বিশেষ প্রতিবেদক, নিউসান টয়েন্টিফোর ডট কম॥
আগামী এপ্রিলে শুরু হয়ে ধাপে ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দেশের বিভিন্ন ইউনিয়নের এখনই নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। তার ব্যতিক্রম নয় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা।
জেলার পাংশা উপজেলার ০৭ টি ইউনিয়ন নিয়ে কালুখালী উপজেলা ২০১০ সালে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত দুইবার ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে। গত নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের দখলে ছিলো সবকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ। কিছু কিছু ইউনিয়নে নতুন মুখের প্রত্যাশায় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ দেখা দিচ্ছে। তারা চাচ্ছে একজন শিক্ষিত, তরুণ ও উদীয়মান নেতা।
বোয়ালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান হাটগ্রামের কৃতি সন্তান মরহুম লুৎফর রহমান এর ব্যপক সুনাম রয়েছে। জামির হোসেন জয় সেই পরিবারেরই ইসলাম মোল্লা’র সুযোগ্য পুত্র। বোয়ালিয়া ইউপি ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক বর্তমানে উপজেলা যুবলীগের অন্যতম সদস্য ও বোয়ালিয়া ইউপির ০৩নং ওয়ার্ড সদস্য মোঃ জামির হোসেন জয় দীর্ঘদিন ধরেই বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে সক্রীয়ভাবে জড়িত। রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও তার সুযোগ্য পুত্র জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বিশিষ্ট্য ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল এর আস্থাভাজন হিসেবে ইউনিয়নে জনপ্রিয় হয়ে উঠেছেন।
করোনাকালীন সময়ে আশিক মাহমুদ মিতুল এর সাথে থেকে এবং তার পক্ষ থেকে বিভিন্ন ত্রান সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌছে দিয়েছেন। ইউনিয়নের সর্বস্তরের মানুষ তাকে নির্বাচিত করতে বিভিন্ন স্থানে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সে সুবাদে তিনি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন আশাবাদী।
এ ব্যপারে জামির হোসেন জয় এর সাথে কথা হলে তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও তার সুযোগ্য পুত্র আশিক মাহমুদ মিতুল এর হাতকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। উপজেলার মধ্যে আমাদের বোয়ালিয়া ইউনিয়ন বেশ অবহেলিত। আশা করি দল থেকে আমাকে মনোনয়ন দিবে। মনোনয়ন পেলে শতভাগ আশা রাখি ইউনিয়নের মানুষ দলমত নির্বিশেষে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। নির্বাচিত হয়ে দলীয় নেতাকর্মীদের প্রতি সম্মান রেখে ইউনিয়নের অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশনা মোতাবেক স্বচ্ছতার সাথে কাজ করে যাবো।