নিজস্ব প্রতিবেক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে বাউল সাস্কৃতিক ফোরাম এর কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় রতনদিয়া বাজারে বাউল সাস্কৃতিক ফোরামের কার্যালয়ে আজিজুল ইসলাম শাহ আজিজ এর সঞ্চালণায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালুখালী উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি নজরুল ইসলাম জোয়াদ্দার এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রতনদিয়া (অরুণগঞ্জ) বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রনজয় কুমার বসু, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলম, সহ-সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু শেখ, কোষাধ্যক্ষ মোঃ তোফাজ্জেল হোসেন, কার্যকরী সদস্য ওহাব শেখ ও মোঃ বাচ্চু শেখ অন্যান্যরা।
অনুষ্ঠানে বাউল সাস্কৃতিক ফোরামের সভাপতি বাউল নজরুল ইসলাম, সহ-সভাপতি শাহ আলম মিয়া (শম্ভু), সহ-সভাপতি অমল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক বাউল মোজাহিদুর রহমান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক রব্বেল বাউল, আঃ রাজ্জাক বাউল, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জামাল বাউল, সহ-সাংগঠনিক মোঃ খোকন বাউল, অর্থ বিষয়ক সম্পাদক শ্রী নিমাই চন্দ্র রাজবংশী, সহ-অর্থ বিষয়ক সম্পাদক টিপু মৃধা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তার বাউল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জিন্নাহ বাউল, গণমাধ্যম সম্পাদক সাংবাদিক ফজলুল হক, রাকিবুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক ইয়াকুব বাউল, মহিলা বিষয়ক সম্পাদক হামিদা পারভীন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বাউল মন্টু বয়াতি, তথ্য ও গবেষণা সম্পাদক আজগর বাউল, শিক্ষা বিষয়ক সম্পাদক স্বপন কুমার বিশ্বাস, কৃষি বিষয়ক সম্পাদক আঃ মালেক শেখ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আতিকুর রহমান মাস্টার, দপ্তর সম্পাদক মেহেদী ফকির ও আপ্যায়ন সম্পাদক ইউসুফ মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরিচিতি সভা শেষে কমিটির শিল্পীবৃন্দ বাউল গান পরিবেশন করেন।