॥কালুখালী প্রতিনিধি॥
বুধবার বিকেলে রাজবাড়ীর কালুখালীতে ইউনিয়ন ব্যাংক লিমিটেড কালুখালী বাজার শাখা ব্যবস্থাপক মোঃ সুমন হাসান খান কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফকিরপ্লাজা মার্কেটের ব্যবসায়ীবৃন্দ।
সহকারী শাখা ব্যবস্থাপক থেকে তিনি গত ১৫ ফেব্রুয়ারী ব্যবস্থাপক পদে পদোন্নতি প্রাপ্ত হন।
ফুলেল শুভেচ্ছা প্রদানকালে প্রফেসর হোমিও ফার্মেসীর প্রোপাইটর প্রভাষক ডাঃ মনোতোষ কুমার পাল, কালুখালী প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ ফজলুল হক, মন্ডল ফার্মেসীর প্রোপাইটর ডাঃ শহিদুল ইসলাম, রাকিব আইটি সেন্টারের প্রোপাইটার রাকিব আল হাসান, লিরিতার প্রতিনিধি মন্টু সাহা, আরিফ টেইলার্সের প্রোপাইটার আরিফুল ইসলাম, খান টেলিকম এর প্রোপাইটার আসাদ খান, চম্পা ভ্যারাইটিজ এর প্রোপাইটার সানা সাহা, বিউটিশিয়ান তমা খাতুন, লিটন হোসেন, নভা কম্পিউটারের প্রোপাইটার জাহিদ হোসেন, ডাঃ জাহাঙ্গীর হোসেন, মধাব সাহা সহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
অফিসার পদবী থেকে সহকারী শাখা ব্যবস্থাপক হয়েছেন মোঃ রবিউল ইসলাম তাকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য অত্র শাখার সাবেক ব্যবস্থাপক মোঃ হাসানুর রহমান পদোন্নতি পেয়ে ঢাকায় বদলী হয়েছে।