Newsun24

Most Popular Newsportal

আন্তর্জাতিক

ভালোবাসা দিবসে প্রেমিক ছাড়া কলেজে ঢোকা নিষেধ মর্মে নোটিশ

আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমিক ছাড়া কলেজে ঢোকা নিষেধ। তাই ১৪ ফেব্রুয়ারির আগেই জোগাড় করতে হবে বয়ফ্রেন্ড। ব্যর্থ হলে কলেজে ঢোকা যাবে না। সম্প্রতি ভারতের আগ্রার বিখ্যাত কলেজ সেন্ট জনসের ছাত্রীদের উদ্দেশে এমনই এক নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির জনপ্রিয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

নোটিশের বিষয়টি জানাজানি হতেই হৈ-চৈ শুরু হয়। কলেজজুড়ে আলোচিত নোটিশটিতে কলেজের অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স বিভাগের অ্যাসোসিয়েট ডিন আশিস শর্মার সইও ছিলো। তবে ওই নোটিশটি ভুয়া বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তারা এমন কোনো নির্দেশ দেননি। এমনকি স্বাক্ষরের জায়গায় যে ব্যক্তির নাম রয়েছে সেই নামে কলেজে কোনো শিক্ষক নেই।

ওই নোটিশে বলা হয়, ‘প্রত্যেক ছাত্রীকেই ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের আগে একজন বয়ফ্রেন্ড জোগাড় করতে হবে। তাদের নিরাপত্তার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই নির্দেশ পালনে ব্যর্থ হলে কলেজে ঢুকতে দেয়া হবে না। প্রমাণ হিসেবে প্রত্যেক ছাত্রীকেই সপ্তাহখানেক আগে বয়ফ্রেন্ডের সঙ্গে তোলা ছবিও দেখাতে হবে।’

নোটিশটি বোর্ডে ঝোলানোর সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শুরু হয় বিতর্ক।

এ প্রসঙ্গে সেন্ট জনস কলেজের প্রিন্সিপাল জানান, এই ধরনের কোনো নোটিশ কলেজ কর্তৃপক্ষ জারি করেনি। এটি ভুয়া। বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!