রতনদিয়া আর.কে সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে লটারীর মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি কার্যক্রম উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:
সোমবার (১১ জানুয়ারী) রাজবাড়ী জেলাধীন কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২১ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণীতে লটারীর মাধ্যমে ভর্তি কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৪টায় উপজেলা চত্ত্বরের সামনে শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন সূধীজনের উপস্থিতিতে লটারী কার্যক্রম শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ্ আল মামুন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অতিউর রহমান নবাব, রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মাছিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জয়ন্ত কুমার দাস, একাডেমিক সুপারভাইজার ইমতিয়াজ দেওয়ান মুরাদ এছাড়াও আব্দুর রশিদ, এবিএম হেলাল উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এবছরে বালক বিভাগে ২৫৫ টি ও বালিকা বিভাগে ১৮৯ টি ভর্তি ফরম বিতরণ করা হয়। লটারীতে বালক বিভাবে ১২০ জন ও বালিকা বিভাগে ৬০ জন নির্ধারিত হয় এছাড়াও অপেক্ষামান তালিকায় বালক বিভাগে ২০জন ও বালিকা বিভাগে ১০ জন রয়েছেন।