Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

কালুখালী রতনদিয়া বাজার বণিক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

রাকিব আল হাসান, নিউসান টয়েন্টিফোর ডট কম:

রাজবাড়ী জেলার কালুখালীতে উপজেলার সর্ববৃহত জনবহুল রতনদিয়া (অরুণগঞ্জ) বাজার বনিক সমিতির নির্বাচনে ১৬ পদের বিপরীতে ২৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

গতকাল বুধবার ছিলো মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এতে সভাপতি পদে মোঃ আব্দুর রহমান খাঁন, মোঃ রিয়াজুল ইসলাম ও ইমদাদুল হক দুদু, সিনিয়র সহ-সভাপতি মোঃ রিজাউল ইসলাম চুন্নু মোল্লা, মোঃ শহিদুল ইসলাম ও আলমগীর হোসেন, সহ-সভাপতি পদে প্রহলাদ কুমার পাল (সমীর), মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মোঃ জাকির হোসেন, রনজয় বসু, সহ-সাধারণ সম্পাদক পদে বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ বাবলু শেখ, দপ্তর সম্পাদক পদে মোঃ জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে সুনির্ম্মল দেবনাথ (সুনিল), মোঃ তোফাজ্জেল হোসেন, সমাজকল্যাণ পদে মোঃ লিটন শেখ, রাসেল মন্ডল, ক্রীড়া সম্পাদক পদে আরিফুল ইসলাম, শিল্প সম্পাদক পদে পানু কুমার নন্দী, ধর্মীয় সম্পাদক পদে মোঃ মালেক শেখ, রহিম মন্ডল, প্রচার সম্পাদক পদে আব্দুর রব, কার্যকরী সদস্য পদে মোঃ বাচ্চু শেখ, মোঃ ওহাব শেখ, মোঃ আলতাপ শেখ, মোঃ লালচাঁদ বিশ্বাস ও মোঃ মিঠুন বিশ্বাস মনোনয়নপত্র দাখিল করেন।

অত্র নির্বাচনে রির্টানিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম।

নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার ০৮ তারিখ, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১০ তারিখ, প্রতিক বরাদ্দ ১০ তারিখ ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা আগামী ১৮ জানুয়ারী অনুষ্ঠিত হবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!