॥কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি॥
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ৪ ডিসেম্বর যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক) কামরুজ্জামান বদরুল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে রাজবাড়ী জেলা ও জেলার ইউনিট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এতে কালুখালী উপজেলার ইউনিটে মোঃ জিল্লুর রহমান কে আহবায়ক ও ডাঃ জাকির হোসেন কে সদস্য সচিব নির্বাচন করা হয়েছে।
এছাড়াও রাজবাড়ী জেলা কমিটিতে আহবায়ক মোঃ খায়রুল আলম (ভিপি বকুল), সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ নেকবার হোসেন মনি ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু সহ সর্বমোট ৭১ সদস্য বিশিষ্ট্য কমিটি এবং ৩টি পৌর ও ৫টি উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটি অনুমোদকালীন সময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু রাজবাড়ী জেলা ও ইউনিট কমিটি অনুমোদন করেন। এসময় ফরিদপুর বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক টিম প্রধান ও যুবদলের সহ-সভাপতি এ্যাডঃ আবু সেলিম চৌধুরী সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।