রাজবাড়ী জেলার কালুখালীতে উপজেলার তোফাদিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত হয়েছেন আরিফ (২৯) নামের এক যুবলীগ কর্মী।
আহত আরিফ উপজেলার রতনদিয়া ইউপির আনোয়ার মিয়ার পুত্র এবং সে রতনদিয়া ইউনিয়ন যুবলীগের একজন কর্মী।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে আহত অবস্থায় সাংবাদিকদের জানান, কিছুদিন আগে স্থানীয় দেলোয়ার ডাক্তার এর নিকট থেকে আমি তার জমির মাটি ক্রয় করি। গত মঙ্গলবার আমি জমির পজিশন দেখতে গেলে দেলোয়ার ডাক্তারের আত্মীয় আবুল শেখ এর পুত্র রুবেল ও রুমান এবং সোবাহান এর স্ত্রী নাছিমা বেগম আমার উপর আতর্কিত হামলা করে। এসময় তাদের হামলায় আমার বাম হাতে জখম হয়। কোনো মতে আমি দৌড়ে প্রাণে বেঁচে যাই। হামলা করার সময় রুবেল বলে, আমি একজন শিবিরকর্মী, তোর মত আরিফ পঞ্চাশটা আমি একাই শেষ করে দিতে পারি।
আহত আরিফ আরও বলেন, বিগত ৭-৮ বছর আগে এই রুবেল এর বিরুদ্ধে একটি ধর্ষণের অভিযোগ উঠেছিল। ঘটনা জানাজানির পর নাছিমা সহ তারা পাশের উপজেলা পাংশায় বসবাস শুরু করে।
আপনার উপর হামলা করলো কিন্তু আপনি এখনো থানায় কেন অভিযোগ করেন নি? এই প্রশ্নের জবাবে আরিফ বলেন, ওরা প্রতিবেশী হওয়ায় আমি কারো বিরুদ্ধে অভিযোগ করিনি কিন্তু আমার প্রাণ নাশের হুমকি থাকায় আজ (বৃহস্পতিবার) আমি ওদের বিরুদ্ধে থানায় অভিযোগ করবো।