Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

কালুখালীতে স্কুল শিক্ষার্থী ধর্ষণ ॥ থানায় মামলা

মাসুদ রেজা শিশির, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শ্যামসুন্দরপুর গ্রামের ফিরোজ হায়দার নামের এক ব্যাক্তির স্কুল পড়ুয়া কন্যাকে ধর্ষণ করেছে স্থানীয় কতিপয় যুবক। এ ঘটনায় ধর্ষিতা নিজে বাদী হয়ে কালুখালী থানায় মামলা দায়ের করেছে। মামলার এজহার সুত্রে জানাগেছে পাংশা পৌর শহরের বিষ্ণুপুর গ্রামের আফছার মন্ডলের ছেলে টিটু মন্ডল কৌশলে ওই স্কুল ছাত্রীকে নিয়ে পাশেই একটি বাগানে ইমরান মন্ডল ও রাজনের সহযোগীতায় ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পূন্য হয়েছে। ঘটনাটি ঘটেছে ৯ ডিসেম্বর রাতে।

এ ঘটনায় ওই শিক্ষার্থী ১৩ ডিসেম্বর কালুখালী থানায় ৩ জনের নাম উল্লেখ্য করে একটি মামলা দায়ের করেছে।

এদিকে ওই ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর সাথে কথা হলে তিনি বলেন টিটু আমাকে ধর্ষণ করেছে তার সাথে ছিল একই এলাকার মৃত নিজাম মন্ডলের ছেলে স্থানীয় এক প্রভাবশালী কাউন্সিলরের মটর সাইকেল চালক শামীম,আহম্মদের ছেলে সুমন,আনছারের ছেলে রনি ধর্ষণে সহযোগীতা করেছে বলে জানান।

এ ব্যাপারে কালুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ধারায় মামলা দায়ের হয়েছে। মামলা নং-০২ তাং-১৩/১২/২০২০ ইং।

এ ব্যাপারে কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান বলেন মামলা হয়েছে আমরা আসামীদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছি।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!