রাজবাড়ী জেলাধীন কালুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস ২০২০ উদযাপিত হয়ছে।
এ উপলক্ষ্যে ঐ দিন সকাল ৯ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোল শেষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক কালুখালী উপজেলা বিএনপির আহবায়ক লায়ন এ্যাডঃ আব্দুর রাজ্জাক খান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোসলেম উদ্দিন মিয়া, মো: শাজাহান আলী মাস্টার, বোয়ালিয়া ইউপি বিএনপির সাবেক সভাপতি আঃ রহমান ভেন্ডার, মাজবাড়ী ইউপি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এছাড়াও বাবলু মাস্টার ও জিল্লুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।