মাসুদ রেজা শিশির ॥
রাজাবাড়ীর পাংশায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ পালন করা হয়েছে।
১৬ ডিসেম্বর (বুধবার) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিবসের শুরুতেই রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পাংশা প্রেসক্লাব,উপজেলা কৃষি অফিস, বি.এ ডি সি,অফিসার্স ক্লাব পাংশা, পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়,পাংশা সরকারী কলেজে শিক্ষক পরিষদ,এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীট,কাজী আব্দুল মাজেদ একাডেমি,ফারিয়া,উপজেলা জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়।
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর পক্ষে উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ,উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ কে এম শফিকুল মোরশেধ আরুজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. এ এফ এম শফিউদ্দিন পাতা,পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন পুস্পমাল্য অর্পণ করেন।
পুম্পমাল্য অর্পণ শেষে আনুষ্ঠানিক ভাবে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ চাঁদ আলী খাঁন, পাংশা মাডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ শাহাদাত হোসেন।
পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস’র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাসের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ চাঁদ আলী খাঁন,পাংশা মাডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ শাহাদাত হোসেন, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, পাংশা সিদ্দিকিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহীম প্রমুখ।
এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরেন কর্মকর্তাগণ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।