রাকিব আল হাসান, নিউসান টয়েন্টিফোর ডটকম:
রাজবাড়ীর কালুখালীতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২০ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বিশাল একটি বিজয় র্যালী বের করা হয়।
র্যালীটি উপজেলা শহরের আশপাশ পদক্ষিণ করে জাতির পিতার স্মরণে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে উপজেলার চাঁদপুর বাসষ্ট্যান্ড মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষ্কর্য্যে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ভাষ্কর্য্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর রুকু, রতনদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন, সাধারণ সম্পাদক রবিউল হাসান রবি, সাংগঠনিক সম্পাদক সাগর মন্ডল, বোয়ালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম সোহাগ, মাজবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমদাদ খান, সাওরাইল ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা মিলন হোসেন, সিহাব উদ্দিন, আশরাফুল ইসলাম, বাধন কুমার ভদ্র সহ অন্যান্য ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।