মোঃ শামীম হোসেন॥
রাজবাড়ীর পাংশায় (১৬ ডিসেম্বর) যথাযথ মর্জাদয় মহান বিজয় দিবস উৎযাপনের লক্ষে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতিমুলোক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো’র সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. এ এফ এম শফিউদ্দিন পাতা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ কে এম শফিকুল মোরর্শেদ আরুজ, জেলা পরিষদ সদস্য মোঃ আজিজুল ইসলাম ফটিক, পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ অদুদ সরদার (অতুর), উপজেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক ওসমান গনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস প্রমুখ।
এছাড়াও পৌর সভা ও উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিনেল।
সভায় বক্তারা বলেন- করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালক করা হবে।