॥শাকিল আদনান, নিউসান টয়েন্টিফোর ডট কম॥
রাজবাড়ীর কালুখালীতে হোগলাডাঙ্গী মোহাম্মদিয়া ইসলামিয়া কামিল মডেল মাদরাসার উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার বেলা ১২ টায় মাদরাসার শিক্ষক মিলনায়তন কক্ষে অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মহিউদ্দিন আহ্মদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপাধ্যক্ষ মাওঃ নুরুল আমিন, শিক্ষক এনামুল হক ফকিহ, আব্দুর রব, মুফাচ্ছির ইজ্জত আলী, ওয়াজেদ আলী, শিক্ষক প্রতিনিধি মোঃ হায়দার হোসেন, মতিউর রহমান মিয়া, তোজাম্মেল হোসেন সহ অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মহিউদ্দিন আহ্মদ বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের আগ মূহুর্তে পাকিস্তানী হানাদার বাহিনী যখন বুঝতে পেরেছিলো তাদের পরাজয় সুনিশ্চিত ঠিক তখনই এ দেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। দেশের জন্য যারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।