॥শাকিল আদনান, নিউসান টয়েন্টিফোর ডট কম॥
“যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত” প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজবাড়ীর কালুখালীতে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা রিসোর্স সেন্টারের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কালুখালী উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর সহকারী প্রোগ্রামার মোঃ মিরাজুল ইসলাম এর সঞ্চালণায় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খোন্দকার মুহাম্মদ আবু জালাল, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল হক জোয়ার্দ্দার, কৃষি অফিসার মোহাম্মদ মাছিদুর রহমান, মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, ম্যাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জয়ন্ত কুমার দাস, আনসার ও ভিডিপি কর্মকর্তা হাওয়া খাতুন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন বলেন, বর্তমানে আমরা সকল ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সেবা পাচ্ছি। তবে তরুণ প্রজন্মকে ডিজিটাল প্রযুক্তির নেতিবাচক প্রভাব পরিহার করে ইতিবাচক দিকগুলো ব্যবহার করতে হবে।
আলোচনা সভা শেষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।