রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের পাট বীজ উৎপাদনকারী চাষীদের মাধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর কালুখালী এর আয়োজনে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মাছিদুর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সহ অন্যান্যরা।
উপজেলার বোয়ালিয়া, কালিকাপুর ও রতনদিয়া ইউনিয়নের ৬০ জন কৃষকের মাঝে টিএসপি ৩ কেজি, এমওপি ৮০০ গ্রাম, জিপসাম ৪ কেজি, ডিএপি ৪ কেজি, কীটনাশক ৫০ এমএল জন প্রতি বিতরণ করা হয়।