মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা শহরের বিভিন্ন এলাকায় মাক্স পরিধান বিহিন লোকদের জড়িমানা করেছেন ভ্র্যমমান আদালত। শনিবার পাংশা বাজারে পাংশা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস ভ্র্যমমান আদালত পরিচালনা করেন।
এ সময় মাস্ক পরিধান না করায় বেশ কয়েকজন পথচারীকে ভ্র্যমমান আদালতের মাধ্যমে জড়িমানা করেছেন,সেই সাথে তাদের সর্তক করে দিয়ে একটি করে মাস্ক পরিধান করিয়ে দিয়েছেন ইউএনও বিপুল চন্দ্র দাস। ভ্র্যমমান আদালত পরিচালনায় সহযোগীতায় করেন পাংশা মডেল থানা পুলিশের এস আই আব্দুল কাদের সঙ্গীয় পুলিশ দল।