পাংশা প্রতিনিধি॥
রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার জনসচেতনতা বৃদ্ধিতে মাস্ক বিতরণ ও সচেতনতা মূলক প্রচারনা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০ টায় পাংশা শহরের কালিবাড়ী মোড় এলাকায় জনসাধারনের মধ্যে কোভিট-১৯ সংক্রামনের সম্ভব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলকে সর্বাবস্থায় মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি প্রতিপালন নিশ্চিত করনের লক্ষ্যে সচেতনতা মূলক ক্যাম্পেইন ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস’র সভাপতিত্বে সচেতনতা মূলক ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ। এ সময় পাংশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিভিল সার্জন ডা.এ এফ এম শফিউদ্দিন পাতা, পাংশা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোঃ রয়েল আহম্মেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মির্জু, সাংবাদিক মাসুদ রেজা শিশির প্রমুখ বক্তব্য রাখেন। পরে পথ চারী ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস বলেন ”নো মাস্ক নো সার্ভিস” মাস্ক ছাড়া কোন প্রকার সার্ভিস দেওয়া হবে না।