Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

কালুখালীতে নবনির্মিত আর্চ গার্ডার ব্রিজের কাজের অগ্রগতি পরিদর্শন

রাজবাড়ীর কালুখালীতে নবনির্মিত আর্চ গার্ডার ব্রিজের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য কর্মকর্তারা।

বৃহস্পতিবার বেলা ১২ টায় কালুখালী সরকারী কলেজ সংলগ্ন চন্দনা নদীর উপরে কালুখালী উপজেলা হেড কোয়ার্টার-মৃগী জিসি ভায়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সোনাপুর মোড় আরএইচডি-বথুন্দিয়া বাজার রোড এর ৪০ মিটার দীর্ঘ দৃষ্টিনন্দন এ ব্রিজ নির্মাণ কাজ প্রায় শেষ। রাফিয়া-কামারজানী-জেভি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে ৭ কোটি ১৯ লক্ষ ১২ হাজার ৯২৮.০৪৭ টাকা ব্যয়ে ২ বছর মেয়াদী প্রকল্পের মেয়াদ ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।

পরিদর্শনকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুল হক জোয়ার্দ্দার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আকবর আলী, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মাছিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জয়ন্ত কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, সহকারী অধ্যাপক মঞ্জুর রহমান মিঞা, খলিলুর রহমান ও কাজী মোস্তফা নেওয়াজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুল হক জোয়ার্দ্দার জানান, নির্মাণ কাজ প্রায় শেষ। বর্তমানে রং ও লাইট সেটিং এর কাজ রয়েছে। আশা করছি ২০২১ সালের জানুয়ারীর প্রথম সপ্তাহে ব্রিজটি উদ্বোধন করা যাবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!