মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের সামনে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচীর আওতায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করলেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।
স্কুল থেকে ঝড়ে পড়া কিশোর কিশোরী, যুবক যুবতিদের দক্ষতার প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় এ প্রকল্পের লক্ষ। বৃহস্পতিবার ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচী পাংশা শাখার আওতায় ৩জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। ২ জনকে হেয়ারিং এইড ও একজনকে ইলবো ক্সাস প্রদান করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস প্রধান অতিথি হিসাবে এ সহায়ক উপকরণ বিতরণ করেন। এ সময় ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর জেলা ব্যবস্থাপক মোঃ মুর্শিদুল ইসলামসহ ব্র্যাকের এই কর্মসূচীর সাথে সংশ্লিষ্ঠ ব্যাক্তিবর্গ,অবিভাবকগন উপস্থিত ছিলেন। এ কর্মসূচীর মাধ্যমে ২০২০ সালে ৪৬ জন শিক্ষার্থীকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এ প্রশিক্ষনে ১৪ ছেলে ৩২ জন মেয়ে ও ৫জন প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে।
এ ছাড়াও উপজেলার ২০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে চলছে বলে জানাগেছে।