Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

কালুখালীতে পানি নিষ্কাষণে ৪টি ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত গৃহীত

রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উপজেলার রতনদিয়া ইউপির একটি জলাশয়ে পানি নিষ্কাষণের জন্য ১ টি স্লুইচগেট ও ৩ টি ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সোমবার বেলা ১২ টার দিকে রতনদিয়া ইউপির বহরের কালুখালী-বল্লভপুর-ঠাকুরপাড়া জলাশয় প্রাঙ্গণে স্থানীয়দের নিয়ে এ সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিজ্জামান চৌধুরী (টিটো), উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মাছিদুর রহমান, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, ইউপি সদস্য মোঃ ইদ্রিস আলী, মনোয়ার হোসেন মনো ও আঃ রশিদ মোল্লা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ব্যপারে ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন বলেন, জনপ্রতিনিধি, ভুক্তভোগী ও প্রশাসনের সকলের মতামত নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। মঙ্গলবার থেকে খাল খনন কাজ শুরু হবে। সম্পূর্ণ কাজ শেষ হলে স্থানীয় কয়েকশত পরিবার কৃষি ক্ষেত্রে এর সুবিধা ভোগ করতে পারবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!