রাকিব আল হাসান, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে আনন্দ র্যালী ও কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষীকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার বিকেল ৪টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বিশাল একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা শহরের আশপাশ রাস্তা পদক্ষিন করে একই স্থানে এসে সমাপ্ত হয়।
র্যালী পরবর্তী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী (মবি) এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সোহেল আলী মোল্লা’র উপস্থাপনায় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম খায়ের। অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সুমন, উপজেলা যুবলীগের সদস্য জামির হোসেন জয়, শেখ মোহাম্মদ ফারুক, হাফিজুর রহমান লাল্টু, লুৎফর রহমান, আলমগীর হোসেন, তোফাজ্জেল হোসেন এছাড়াও রতনদিয়া ইউপি ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন, সাংগঠনিক সম্পাদক সাগর মন্ডল সহ বিভিন্ন ইউনিয়নের যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামে যুবলীগের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করে আগামীতে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও তার সুযোগ্য পুত্র বিশিষ্ট্য ব্যবসায়ী ও জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল এর দিক নির্দেশনা মোতাবেক আওয়ামী যুবলীগ শক্তিশালী হয়ে মাঠে থাকবে।