রাজবাড়ীর কালুখালীতে সাব-রেজিস্টার অফিসে অতিরিক্ত ফি আদায় ও বৈধ কাগজপত্র না দেখাতে পারায় ০৮ জন কে আটক করে থানায় সোপর্দ করা হয়।
সোমবার বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন এ অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা সহকারী কমিশার (ভূমি) শেখ নুরুল আলম, কালুখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরে বিকেলে ভ্রাম্যমান আদালতে মোঃ বাহারুল আলম ও মোঃ রুমান উদ্দিন কে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও মোঃ রফিকুল ইসলাম কে ০৫ হাজার টাকা, আব্দুর রহমান কে পাঁচ হাজার, আসাদুজ্জামান ঠান্ডু কে বিশ হাজার টাকা, জাহিদুল ইসলাম ত্রিশ হাজার টাকা, আবুল কালাম তিন হাজার টাকা, রফিকুল ইসলাম কে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম এর সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।