মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (৯ নভেম্বর) মরহুম গোলাম মোস্তফা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর প্রধম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতি পাংশা উপজেলা শাখার আয়োজনে এ খেলায় পিজিসিবি ঈরশদী ফুটবল একাদশ ২-০ গোলে খোকসা উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে পিজিসিবি ঈরশদী ফুটবল একাদশ জয়লাভ করেছেন।
এ খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ^াস,গোলাম শাহরিয়ার সেন্টু,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান মির্জু, পাংশা স্পোর্টিং ক্লাব ও উন্নয়ন সমিতির সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির প্রমুখ। পাংশার মাঠে হাজারো দর্শক এ খেলা উপভোগ করেন। মাঠ পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন জুয়েল রানা,আব্দুল করিম মাষ্টার, মোহাম্মদ আলী, সাইদুল। সার্বক্ষনিক ধারা বিবরনিতে ছিলেন এম আলী আহসান ও রতন মাহমুদ।
পাংশা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম রানা’র পৃষ্ট পোষকতায় মরহুম গোলাম মোস্তফা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২০ অনুষ্ঠিত হচ্ছে। আগামী শুক্রবার ১৯ নভেম্বর ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এ খেলায় কুষ্টিয়া জেলা ফুটবল একাদশ বনাম রাজবাড়ী জেলা ফুটবল একাদশ অংশ গ্রহণ করবেন।