রাজবাড়ীর কালুখালীতে উপজেলার রতনদিয়া ইউপির ঠাকুরপাড়া বহরের কালুখালী জলাবদ্ধ বিল পরিদর্শন করলেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন।
এলাকার জনসাধারণ সুবিধার্থে প্রায় ৫০০ একর জলাবদ্ধ জমি পানি নিষ্কাষণের জন্য তিনি সোমবার দুপুরে সরেজমিন পরিদর্শন করেন। এসময় তিনি উক্ত বিলের পানি নিষ্কাষণের জন্য সরকারী খাল বল্লভপুর ইয়াকুব এর মোড় হইতে লতিফ মেম্বার এর বাড়ী পদ্মা নদীর কোল পর্যন্ত পানি নিষ্কাষণের খালে অবৈধ স্থাপনা দখলদারদের আগামী সোমবারের মধ্যে অন্যত্র সরিয়ে নিতে বলা হয়েছে। পানি নিষ্কাষণের ব্যবস্থা চালু হলে প্রায় ২ হাজার পরিবার মৌসুমি ফসল উৎপাদন করতে পারবে এবং আর্থিকভাবে তারা অনেক লাভবান হবে।
এসময় অন্যান্যের মধ্যে কৃষি অফিসার মোহাম্মদ মাছিদুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপ-সহকারী কৃষি অফিসার আব্দুল কাইয়ুম খান, ইউপি সদস্য ইদ্রিস অরফে মোনো, মোহাম্মদ আলী এছাড়াও প্রধান শিক্ষক আয়ুব আলী, মোফাজ্জেল হোসেন মুন্নু, আঃ রশিদ মোল্লা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।