মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়ী,সহ একাধীক মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে। পাংশা থানার এস আই মোঃ আব্দুল কাদের সঙ্গীয় পুলিশ দল ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবুপাড়া ইউনিয়নের চৈতা গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে মিলন হোসেনকে গ্রেফতার করেছে।
অপরদিকে এস আই ননী গোপাল সঙ্গীয় পুলিশ দল অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামী আব্দুর রাজ্জাক, রাজিব শেখকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন।