রাজবাড়ীর কালুখালীতে র্যালী ও আলোচনার মাধ্যমে জাতীয় সমবায় দিবস ২০২০ পালিত হয়েছে।
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন প্রতিপাদ্য বিষয় নিয়ে শনিবার সকাল ১০ টায় উপজেলা চত্ত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে একটি র্যালী বের হয়। র্যালীটি আশপাশ রাস্তা পদক্ষিন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কালুখালী ইউসিসিএ লিঃ এর সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম খায়ের, বিশেষ অতিথি হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ডলি পারভীন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সমবায় অফিসার এবিএম হেলাল উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজিত কুমার নন্দী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ চাঁদ আলী এছাড়াও অন্যান্য সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।