॥রাকিবুল ইসলাম॥
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় সরকারী নির্দেশনা মোতাবেক মা ইলিশ রক্ষায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আব্দুস সালাম দিন-রাত নিরলস পরিশ্রমে ও তার সহ অন্যান্য কর্মকর্তাদের তৎপরতায় সফল অভিযান সমাপ্ত হয়েছে।
কালুখালী উপজেলা মৎস্য দপ্তর থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক উপজেলা মৎস্য দপ্তর,কালুখালী রাজবাড়ী এর আয়োজনে নিষেধাজ্ঞার ২২ দিনে মোবাইল কোর্ট পরিচালিত হয় ২৩ টি, অভিযান পরিচালিত হয় ৮৬ টি, মামলা দায়ের হয়েছে ৩১ টি, ইলিশ জব্দ করা হয় ০.১০৬ মে. টন, অন্যান্য মাছ ০.০০৭ মে. টন, ৭৯.৮১৬ লক্ষ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয় ৫.৬২১ লক্ষ মিটার, ৩৬ জন গ্রপ্তারকৃতদের মধ্যে মোট কারাদন্ড দেওয়া হয়েছে ২২ জনের, ১৪ জনের জরিমানা আদায় করা হয় ০.১৪০ লক্ষ টাকা, ইলিশ ধরা নৌকা নিলাম করে ০.৫০ লক্ষ টাকা রাজস্ব আদায় করা হয়।
অভিযান চলাকালীন সময়ে দক্ষতা ও নির্ভিকতার সাথে মোবাইল কোর্ট পরিচালনা করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান। এছাড়াও র্যাব-৮, কালুখালী থানা পুলিশ, আনসার বাহিনী ও জনপ্রতিনিধিরা বিভিন্নভাবে সহযোগীতা করেছেন।
উল্লেখ্য, নিষেধাজ্ঞা শুরুর আগেই উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক অসংখ্য সচেতনতা সভা, পথ সভা, ব্যানার, ফেস্টুন, মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে জেলেদের নদীতে না নামতে উদ্বুদ্ধ করা হয়। জনপ্রতিনিধিদের নিয়ে ছোট ছোট কমিটি গঠন করা হয় এবং জেলেদের সচেতন করা হয়। উপজেলার জেলেদের এবার অনেক সচেতন দেখা গিয়েছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম এর সাথে কথা হলে তিনি বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। সরকারী নির্দেশনা মোতাবেক মা ইলিশ রক্ষায় প্রশাসন, মৎস্য দপ্তর ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কঠোর অবস্থানে ছিলাম। আশা করছি গতবারের থেকে এবার ইলিশের উৎপাদন অনেক বেশি হবে।