॥রাকিবুল ইসলাম॥
মা ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে রাজবাড়ীর কালুখালী উপজেলার পদ্মা নদীতে ৫ জন জেলেকে আটক করা হয়েছে।
আটককৃত জেলেদের মোবাইল কোর্টের মাধ্যমে এক হাজার টাকা করে মোট পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও অভিযান চলাকালীন সময়ে ৭ কেজি মাছ জব্দ, ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত মাছ গুলো গরিবদের মাঝে বিতরণ করা হয় এবং জাল গুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন ও সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম।
অভিযান পরিচালনা করেন কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, সহকারী মৎস্য কর্মকর্তা শাহ মোঃ শাহরিয়ার জামান সাবু, কালুখালী থানা পুলিশের একটি টিম এছাড়াও মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।