॥রাকিবুল ইসলাম॥
মা ইলিশ রক্ষা অভিযানের ২১ তম দিনে পাংশা ও কালুখালী উপজেলার পদ্মা নদীতে যৌথ অভিযানে ৩০ জন জেলেকে আটক করা হয়েছে।
আটককৃত জেলেদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন শ্রেণীতে ৫৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও অভিযান চলাকালীন সময়ে ৪২ কেজি মাছ জব্দ, ২ লক্ষ ৭০ হাজার মিটার জাল জব্দ করে অভিযানিক দল। জব্দকৃত মাছ গুলো এতিম খানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয় এবং জাল গুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে অংশগ্রহণ করেন রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মোস্তারিনা আফরোজ, পাংশা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো: শাহরিয়ার, কালুখালী উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শাহ মোঃ শাহরিয়ার জামান সাবু, ক্ষেত্র সহকারী মো: রওফুর মুরসালিন, র্যাব-৮ এর একটি টিম, পাংশা ও কালুখালী থানা পুলিশের দুইটি টিম এছাড়াও মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ ব্যপারে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, সরকারী নির্দেশনা মোতাবেক মা ইলিশ রক্ষা অভিযানের আর মাত্র একদিন বাঁকি। আমার জেলা-উপজেলার সকল মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে মা ইলিশ রক্ষায় কাজ করে যাচ্ছেন। আমরা আগামী বুধবার শেষ দিনেও সারাদিন ও সারারাত অভিযান পরিচালনা করবো।