ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) কে অবমাননা করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজবাড়ীর কালুখালীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পাঁচটিকরি কেন্দ্রীয় জামে মসজিদ ও নূরানী মাদরাসার আয়োজনে মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলার বোয়ালিয়া মোড় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে অত্র মসজিদের ইমাম হাফেজ ক্বারী হারুণ অর রশিদ এর তত্বাবধানে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন উপজেলা ইমাম কমিটির সভাপতি ও রতনদিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ আব্দুল মালেক।
এছাড়াও মোহনপুর কওমী মাদরাসার মুহতামিম মোঃ ইউনুস আলী, কুষ্টিয়াপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ নাসির উদ্দিন, সোনাপুর মোড় মাদরাসার মুহতামিম মোঃ আব্দুল্লাহ, কোমরপুর জামে মসজিদের ইমাম মোঃ মুজাহিদ প্রমূখ বক্তব্য রাখেন।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলে আজ পর্যন্ত কেউ টিকে থাকতে পারেনি। ফ্রান্স রাষ্ট্রপ্রধান ইমানুয়েল ম্যাক্রোর কঠোর সমালোচনা করে বলেন বিশ্বের সকল মুসলিমরা হাজার সাগর রক্তের বিনিময়ে বিশ্বনবী (সা.) এর ইজ্জত রক্ষায় জীবন দিতে প্রস্তুত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ফ্রান্সের দূতাবাস বন্ধ ও ফ্রান্সের সকল পণ্য বয়কট করতে অনুরোধ করেন। এছাড়াও বক্তারা অনতিবিলম্বে ফ্রান্সের রাষ্ট্রপ্রধানকে বিশ্বের সকল মুসলিমদের কাছে ক্ষমা চাইতে বলেন।