Newsun24

Most Popular Newsportal

রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচন ডিসেম্বরে শুরু: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সোমবার (২ নভেম্বর) জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে যেসব পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হবে, সেগুলোর নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের শেষের দিকে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন তিনি।

সিইসি বলেন, আজকে আমরা লম্বা মিটিং করেছি। এর মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন যেগুলো ডিউ হয়েছে, সেগুলো করা, সিডিউল তৈরি এবং রিটার্নিং অফিসার নিয়োগ থেকে শুরু করে যেগুলো আমাদের করণীয়, সেগুলো আমরা ঠিক করেছি। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে যেসব নির্বাচন ডিউ হবে, ওই নির্বাচনগুলো হয়তো আমরা করে ফেলব ডিসেম্বরের শেষের দিকে। সেরকম প্রস্তুতি আমাদের আছে।

তিনি বলেন, পৌরসভার নির্বাচনগুলো ইভিএমে হবে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন বা সাধারণ নির্বাচনের সবগুলো ইভিএমে করা যাবে না। হয়তো কিছু সংখ্যক করা যেতে পারে। এনআইডির ডিজি যদি পৌরসভার নির্বাচনগুলো ঠিক করার পরে মনে করেন, তার ক্যাপাসিটি আছে, তখন হয়তো কিছু নির্বাচন ইভিএমে হবে।

সিইসি জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ‌্যে ২০টির বেশি পৌরসভার মেয়াদ শেষ হবে। এছাড়া, অনেকগুলো উপ-নির্বাচন হবে।

ইসি সূত্র জানায়, স্থানীয় সরকার বিভাগের তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট পৌরসভার সংখ্যা ৩২৯টি। এর মধ্যে ২৩৫টি পৌরসভার মেয়াদ ২০২০ সালের মার্চ মাসের মধ্যে শেষ হবে। আরও ৫৬টির মেয়াদ এপ্রিলে শেষ হবে।

প্রসঙ্গত, আইন অনুযায়ী, স্থানীয় সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!