মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ”টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্প”’র আওতায় ১ মাস ব্যাপী ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পাংশা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর রাজবাড়ীর উপ-পরিচালক গৌতম চন্দ্র দে,পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ^াস, উপজেলা যুবউন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ^াস প্রমুখ। ৬০ জন প্রশিক্ষনার্থী এ কর্মশালায় অংশ গ্রহণ করছে।