রাজবাড়ীর কালুখালীতে শিশু (০৮) ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানাযায়, গত ৩১ অক্টোবর বিকেলে উপজেলার মদাপুর ইউপির বাওইখোলা গ্রামের মোঃ জলিল ফকির এর পুত্র মোঃ মাসুদ ফকির (৩২) পাশের বাড়ীতে বেড়াতে আসা শিশু (০৮) কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সুকৌশলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
পরে শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে। এসময় লম্পট মোঃ মাসুদ ফকির দৌড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মনোয়ার হোসেন বলেন, শিশুটির পিতা বাদী হয়ে কালুখালী থানায় ১ নভেম্বর একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করে। মামলা নং- ০১, তাং-০১/১১/২০২০ ইং।
এ ব্যপারে কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, মামলার আসামীকে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে। আশা করি অতিদ্রুত তাকে গ্রেফতার করতে পারবো এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।