নিজস্ব প্রতিবেদক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ীর কালুখালীতে মা ইলিশ রক্ষা অভিযানে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ১২ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার সারারাত উপজেলার পদ্মা নদীতে অভিযান চালানো হয়।
জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ্ আল মামুন।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, পাংশা থানা পুলিশের একটি টিম ও মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী অংশ গ্রহণকরে।