॥রাকিবুল ইসলাম॥
মঙ্গলবার রাজবাড়ী জেলাধীন কালুখালীতে আল কোরআনের তাযীম ও কোভিড-১৯ করোনা মহামারী থেকে দেশ ও জাতির মুক্তি কামনায় আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে দুপুর ১ টায় উপজেলার কালিকাপুর ইউপির জাফরপুর হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় কালুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আতিউর রহমান নবাব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জয়ন্ত কুমার দাস, স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন।
এছাড়াও মাওঃ মোঃ এনামুল হক এর সঞ্চালণায় অন্যান্যের মধ্যে কালিকাপুর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকমল হোসেন বাচ্চু, সিনিয়র সাংবাদিক মোক্তার হোসেন, মোহাম্মদ ফজলুল হক, মাওঃ লোকমান হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, অধ্যায়নরত শিক্ষার্থী ও প্রতিষ্ঠানে শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন।