মোঃ শামীম হোসেন।
রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজইল ইউনিয়নের গাংধাইর গ্রামের শিক্ষক সামছুদ্দিন মোল্লার ছেলে মোঃ তুহিন মোল্লা পার্শবর্তী কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বিষয় সাওরাইল গ্রামের মনিরুল ইসলামের দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নিয়ে উধাও।
জানাযায় মোঃ তুহিন মোল্লা কসবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তার স্ত্রী ও দুই কন্যা সন্তান থাকা সত্তেউ সাওরাইল ইউনিয়নের মোহাম্মাদ আলী একাডেমীর ছাত্রীকে নিয়ে গতকাল (১৮ অক্টোবর) রবিবার সকালে এলাকার এক প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে যাওয়ার সময় নিয়ে উধাও হয়েছে।
এ বিষয়ে উভয় পক্ষের পরিবার উধাও হবার বিষয়টি নিশ্চিত করে যানান অদ্য সন্ধায় বিয়ে হবে কি না হবে সে বিষয়ে আমরা সিন্ধান্ত গ্রহন করব।