॥রাকিবুল ইসলাম॥
রাজবাড়ীর কালুখালীতে মা ইলিশ রক্ষা অভিযানের ৬ষ্ঠ দিনে ৫জন জেলের কারাদন্ড ও ১ জন জেলেরকাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
৬ষ্ঠ দিনের সারারাত উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৬ জেলেকে আটক করা হয়। এছাড়াও ৫ হাজার মিটার কারেন্ট জাল, ১০ কেজি ইলিশ ও ২টি নৌকা জব্দ করা হয়েছে।
আটককৃত জেলেদের ৫ জনের ১৬ দিন করে কারাদন্ড ও ১জন কে ১ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, কালুখালী থানা অফিসার ইনচার্জ মো. মাসুুদুর রহমান সহ থানা পুলিশের একটি টিম ও মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী অংশ গ্রহণ করে।